Ajker Patrika

শাহবাগ থানা যুবদলের লাঠি মিছিলে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহবাগ থানা যুবদলের লাঠি মিছিলে হাতাহাতি

সরকার বিরোধী লাঠি মিছিলের আগে শাহবাগ থানা যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কর্মী সমাবেশ শেষে মিছিলের আগে স্ট্যাম্প ভাগাভাগি নিয়ে এই হাতাহাতি হয়েছে। এর আগে চেয়ারে বসা নিয়ে হাতাহাতির সূত্রপাত হয়।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। হাতাহাতি ও ধস্তাধস্তির সময় দুই গ্রুপের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তারপর জাতীয় প্রেসক্লাব থেকে মৎস্যভবন পর্যন্ত একটি ঝটিকা লাঠি মিছিল বের করে। মিছিলে লাঠি হাতে সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে থানা যুবদলের নেতা-কর্মীরা। এর আগে বিকেল তিনটা পর্যন্ত শাহবাগ থানা যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে, ঝটিকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে হাইকোর্ট হয়ে মৎস্যভবন পর্যন্ত যায় যুব দলের নেতা-কর্মীরা।

কর্মী সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, যুবদল দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং মো. শাহজাহান চৌধুরী। হাতাহাতির বিষয়ে জানতে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজী হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত