Ajker Patrika

পারিবারিক কলহ: স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে গৃহকর্তার মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১২: ৪৬
পারিবারিক কলহ: স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে গৃহকর্তার মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে ও আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও ছেলে মো. সেলিম পলাতক রয়েছেন।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় আবদুল মালেকের। এ সময় স্ত্রী জোসনা বেগম ও ছেলে সেলিম তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। বাড়ির লোকজন আবদুল মালেককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, নিহত আবদুল মালেকের দুই ছেলে বিদেশে থাকেন। এক মাস আগে বড় ছেলে সেলিম ও ছোট ছেলে তাজুল ইসলাম ছুটিতে দেশে আসেন। ঘটনার সময় ছোট ভাই তাজুল ইসলাম শ্বশুরবাড়িতে ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, অপর অসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত