Ajker Patrika

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৯: ৩২
মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর

রাজধানীর মালিবাগের গুলবাগ রেললাইনে ট্রেনের ধাক্কায় সাহাবুদ্দিন (৬৫) নামে এক প্রবাসী মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

সাহাবুদ্দিনের ভাগনে মাহমুদুল হাসান নাফিজ জানান, তাঁর মামা সৌদি আরব প্রবাসী। সেখানে থেকে দেশে খেজুরের ব্যবসা করতেন। গত ফেব্রুয়ারি মাসে দেশে আসেন তিনি। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে নিজেদের বাসায় থাকতেন। 

নাফিজ আরও জানান, শনিবার সকালে মামা নিজেদের প্রাইভেট কার নিয়ে ব্যবসায়িক কাজে বের হন। রাতে মালিবাগের গুলবাগে রেললাইনের পাশে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জানা গেছে, সাহাবুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে উত্তরায় থাকতেন। চলতি মাসের শেষের দিকে আবার সৌদি আরবে যাওয়ার কথা ছিল তাঁর। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত