নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হত্যাচেষ্টার অভিযোগ এনে পুরান ঢাকার বাবুবাজার এলাকার জাকির হোসেন রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা মুর্শিদা ওয়াহাব। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনী মিলনায়তন হলে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মা মুর্শিদা ওয়াহাব বলেন, ‘আমার স্বামী আব্দুল ওয়াহাব নওসাদের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া বহু স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হই আমি এবং আমার ২ ছেলে ও ২ মেয়ে। কিন্তু বড় ছেলে জালিয়াতকারী ও অস্ত্রবাজ জাকির হোসেন রনি আমার, আমার ছোট ছেলে ও ২ মেয়ের স্বাক্ষর জাল করে জাল কাগজপত্র তৈরি করে ঢাকা মহানগরী ও কেরানীগঞ্জের কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দেয়। জালিয়াতির মাধ্যমে বিক্রির টাকায় রনি বিপুল সম্পদের মালিক হয়।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামীর অস্ত্রের লাইসেন্স ছিল। ভাই-বোনের স্বাক্ষর জাল করে ভুয়া দাবিনামা তৈরি করে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেয় রনি। জালিয়াতির মাধ্যমে সম্পদ বিক্রি ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার খবর জানার পর আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করায় আমিসহ আমার ছোট ছেলে ও ২ মেয়েকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’
রনির অস্ত্রগুলো যেন জব্দ করা হয় সেই দাবি জানিয়ে তিনি বলেন, একাধিক প্রভাবশালী ব্যক্তি ও অসাধু পুলিশ কর্মকর্তাদের সাহায্যে রনি এসব অপকর্ম করছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে। তাকে যেন আইনের আওতায় আনা হয়।’
অভিযোগ প্রসঙ্গে রনির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে একটি জিডি আছে। আর একটা মামলা আছে কোনো একটা মার্কেটের মারামারি নিয়ে। এগুলো তদন্তাধীন তবে তিনি এখনো দোষী প্রমাণিত হননি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রনির দুই বোন ও এক ভাই।
হত্যাচেষ্টার অভিযোগ এনে পুরান ঢাকার বাবুবাজার এলাকার জাকির হোসেন রনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা মুর্শিদা ওয়াহাব। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনী মিলনায়তন হলে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মা মুর্শিদা ওয়াহাব বলেন, ‘আমার স্বামী আব্দুল ওয়াহাব নওসাদের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া বহু স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হই আমি এবং আমার ২ ছেলে ও ২ মেয়ে। কিন্তু বড় ছেলে জালিয়াতকারী ও অস্ত্রবাজ জাকির হোসেন রনি আমার, আমার ছোট ছেলে ও ২ মেয়ের স্বাক্ষর জাল করে জাল কাগজপত্র তৈরি করে ঢাকা মহানগরী ও কেরানীগঞ্জের কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দেয়। জালিয়াতির মাধ্যমে বিক্রির টাকায় রনি বিপুল সম্পদের মালিক হয়।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামীর অস্ত্রের লাইসেন্স ছিল। ভাই-বোনের স্বাক্ষর জাল করে ভুয়া দাবিনামা তৈরি করে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেয় রনি। জালিয়াতির মাধ্যমে সম্পদ বিক্রি ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার খবর জানার পর আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করায় আমিসহ আমার ছোট ছেলে ও ২ মেয়েকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’
রনির অস্ত্রগুলো যেন জব্দ করা হয় সেই দাবি জানিয়ে তিনি বলেন, একাধিক প্রভাবশালী ব্যক্তি ও অসাধু পুলিশ কর্মকর্তাদের সাহায্যে রনি এসব অপকর্ম করছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে। তাকে যেন আইনের আওতায় আনা হয়।’
অভিযোগ প্রসঙ্গে রনির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে একটি জিডি আছে। আর একটা মামলা আছে কোনো একটা মার্কেটের মারামারি নিয়ে। এগুলো তদন্তাধীন তবে তিনি এখনো দোষী প্রমাণিত হননি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রনির দুই বোন ও এক ভাই।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে রোববার (৩ আগস্ট) বিকেলে ফরেনসিক প্রতিবেদন হস্তান্তর করেন পুলিশের সদস্যরা।
৩ মিনিট আগেবরিশালের গৌরনদী উপজেলায় একটি রাস্তায় বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী লোকজন। গতকাল শনিবার গভীর রাতে সিমেন্টের বস্তাভর্তি একটি ট্রাকের চাপে রাস্তাটিতে এমন গর্ত তৈরি হয়।
৫ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে একই রাতে ১১টি দোকান ও বসতঘরে চুরি হয়েছে। এ ঘটনায় বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগরে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।
১ ঘণ্টা আগে