Ajker Patrika

কাস্টমস কমিশনার এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাস্টমস কমিশনার এনামুলের বিরুদ্ধে দুদকের মামলা 

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহারে বলা হয়, এনামুল হক দুদককে দেওয়া সম্পদ বিবরণীতে ১৭ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৯৩৩ টাকার সম্পদের কথা উল্লেখ করেন। কিন্তু সংস্থাটির অনুসন্ধানে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়। 

অনুসন্ধানে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এই কাস্টমস কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অবৈধ আয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে ফ্লোরসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকার গুলশানে ৩ কাঠা, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩ কাঠা ও একই স্থানে আরও তিন কাঠা প্লট কেনেন এনামুল। বসুন্ধরার একটি প্লটের ওপর নির্মিত নয় তলা ভবনও রয়েছে তার। এই ভবনের নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে। 

এ ছাড়াও চট্টগ্রামের নাসিরাবাদে ২০ কাঠা ও ফেনীর সোনাগাজীর দুইটি স্থানে জমি কেনেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। অন্যদিকে দুদক বলছে, ঢাকার কাকরাইল, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনে ফ্লোর নিজ নামে ও স্ত্রীর নামে কিনেছেন এনামুল। 

 ২০১৬ সালে গাজীপুরের চন্দনায় ৩০ লাখ টাকা দিয়ে ৫ কাঠা জমি কিনেছেন এনামুল। এ ছাড়া তার নামে ঢাকার শ্যামলী স্কয়ার ও সন্ধানী টাওয়ারেও দুটি বাণিজ্যিক ফ্লোর পাওয়া যায় অনুসন্ধানকালে। 

এজাহারে বলা হয় এনামুল হক ১৯৯৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্থাবর সম্পদ ২১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ১২ টাকা ৫৮ লাখ ৩২ হাজার টাকার অস্থাবর সম্পদ ভোগ দখলে রাখেন। যার মধ্যে তিনি নিজেকে ঋণগ্রস্ত বলে দাবি করেন। তবে অনুসন্ধানে ঋণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

তাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত