ঢামেক প্রতিনিধি
রাজধানীর কলাবাগান শেখ রাসেল স্কয়ার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর বুধবার সকালে স্বজনেরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ারের অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশার দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত জাকিরের মামা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামে। বাবার নাম নাজিমুদ্দিন। মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় সাকসেস ডেন্টাল নামে একটি ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন জাকির। থাকতেন ওই ল্যাবেই। জাকিরেরর স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে গ্রামে থাকেন।
নিহত জনের ফুপাতো ভাই রাজু আহমেদ জানান, জন বিশ্বাসও সাকসেস ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিলেন। বর্তমানে ওই ল্যাবেই থাকতেন। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে। জনের বাবার নাম পুলিন বিশ্বাস। স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
আব্দুর রহিম জানান, গতরাতে দুই সহকর্মী জাকির ও ফুটবল খেলা দেখার জন্য টিএসসিতে যায়। সেখানে খেলা না দেখানোয় তাঁরা রিকশায় করে নবোদয় হাউজিংয়ে ফিরে যাচ্ছিলেন। কলাবাগান রাসেল স্কয়ারে আসলে দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে সকালে ঢামেক হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, গত রাতে শেখ রাসেল স্কয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রিকশাকে চাপা দিয়ে অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে মারা গেছেন। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত রিকশা চালক খোকন মিয়াকে (৩০) উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পা ও হাত ভেঙে গেছে। আহত আরও একজনকে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাম জানা যায়নি।
এসআই আরও জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর কলাবাগান শেখ রাসেল স্কয়ার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর বুধবার সকালে স্বজনেরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ারের অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশার দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত জাকিরের মামা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামে। বাবার নাম নাজিমুদ্দিন। মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় সাকসেস ডেন্টাল নামে একটি ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন জাকির। থাকতেন ওই ল্যাবেই। জাকিরেরর স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে গ্রামে থাকেন।
নিহত জনের ফুপাতো ভাই রাজু আহমেদ জানান, জন বিশ্বাসও সাকসেস ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিলেন। বর্তমানে ওই ল্যাবেই থাকতেন। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে। জনের বাবার নাম পুলিন বিশ্বাস। স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
আব্দুর রহিম জানান, গতরাতে দুই সহকর্মী জাকির ও ফুটবল খেলা দেখার জন্য টিএসসিতে যায়। সেখানে খেলা না দেখানোয় তাঁরা রিকশায় করে নবোদয় হাউজিংয়ে ফিরে যাচ্ছিলেন। কলাবাগান রাসেল স্কয়ারে আসলে দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে সকালে ঢামেক হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করি।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, গত রাতে শেখ রাসেল স্কয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রিকশাকে চাপা দিয়ে অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে মারা গেছেন। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত রিকশা চালক খোকন মিয়াকে (৩০) উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পা ও হাত ভেঙে গেছে। আহত আরও একজনকে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাম জানা যায়নি।
এসআই আরও জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
খাগড়াছড়ির রামগড়ে সালিস চলাকালে সংঘর্ষে সাক্ষী মো. আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তৈছালা গ্রামে অভিযান চালিয়ে আসামি নুরুল আলম খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই এলাকার বাসিন্দা। এর আগে নিহত কালামের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের
৩৪ মিনিট আগেবাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
৪৪ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে