Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯: ০২
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর কোনো সাহস নেই। পুলিশ দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পুলিশ প্রধান বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার তার সব ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ। এর জন্য আমাদের যে লজিস্টিক আছে, প্রশিক্ষণ আছে ও সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পরিকল্পনা গ্রহণও করেছি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হচ্ছে তা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছি।’ 

আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ ও সুষ্ঠু এবং উৎসবমুখরভাবে আয়োজনের জন্য ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার সেসব ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন পুলিশ প্রধান। 

তিনি বলেন, ‘আমাদের সামনে বা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আছে, প্রস্তুতিও আছে। সকল ধরনের নাশকতা প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আপনারা জানেন পূর্বে আমরা বিভিন্ন নির্বাচনকালীন দায়িত্ব সফলভাবে পালন করেছি। আগামী দিনেও যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত