ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বেড়ার টিন কেটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, আগেই তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়েছিল। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে এখনো অসুস্থ। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাড়ির মালিকের মেয়ে আজকের পত্রিকাকে জানান, ‘গত মঙ্গলবার থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ জন্য আমি শ্বশুরবাড়ি থেকে তাদের দেখতে আসি। এসে দেখি সবাই অসুস্থ। আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বুধবার রাতে সবাই খাওয়াদাওয়া সেরে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। শেষরাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো। আলমারি খোলা ও তালা ভাঙা। ভেতরে কিছুই নেই। চোরেরা সবকিছু নিয়ে গেছে। সেখানে আমাদের তিন বোন ও মায়ের রাখা গয়নাসহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল।’
এলাকাবাসী বলেন, ‘রাত ৪টার দিকে বাড়ির সবার ডাক–চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। শুনলাম সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা।’
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাঠে একাধিক টিম কাজ করছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বেড়ার টিন কেটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, আগেই তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়েছিল। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে এখনো অসুস্থ। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাড়ির মালিকের মেয়ে আজকের পত্রিকাকে জানান, ‘গত মঙ্গলবার থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ জন্য আমি শ্বশুরবাড়ি থেকে তাদের দেখতে আসি। এসে দেখি সবাই অসুস্থ। আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বুধবার রাতে সবাই খাওয়াদাওয়া সেরে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। শেষরাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো। আলমারি খোলা ও তালা ভাঙা। ভেতরে কিছুই নেই। চোরেরা সবকিছু নিয়ে গেছে। সেখানে আমাদের তিন বোন ও মায়ের রাখা গয়নাসহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল।’
এলাকাবাসী বলেন, ‘রাত ৪টার দিকে বাড়ির সবার ডাক–চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। শুনলাম সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা।’
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাঠে একাধিক টিম কাজ করছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
২ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
৩৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে