Ajker Patrika

কারাবন্দী শ্রমিক দল নেতা কাজলের হাসপাতালে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারাবন্দী শ্রমিক দল নেতা কাজলের হাসপাতালে মৃত্যু 

কাশিমপুর কারাগারে বন্দী বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের নেতা ফজলুর রহমান কাজল মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদ্‌রোগ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কাজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পল্টন থানায় একটি নাশকতা মামলায় আটক হয়ে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন কাজল। গত মঙ্গলবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাঁকে হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এর আগে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আবুল বাশার (৩৬) নামে এক হাজতি মারা যান। তিনি ঢাকার একটি ওয়ার্ডের বিএনপির নেতা ছিলেন বলে দাবি পরিবারের। গত ২১ আগস্ট বেলা আড়াইটার দিকে ওই বন্দীকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তার পর, গত ২৫ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দী হাসপাতালে মারা যান। কারা হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তির নাম গোলাপ রহমান (৬৩)। তিনি চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত