Ajker Patrika

বড়দিনে প্রধান বিচারপতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড়দিনে প্রধান বিচারপতির শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে সস্ত্রীক গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের আর্চ বিশপের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও বড়দিন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সারা দিয়ে আজ সোমবার শুভেচ্ছা বিনিময় করতে যান তিনি। 

প্রধান বিচারপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান আরিফুর রহমান। এ সময় প্রধান বিচারপতি সকলকে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত