Ajker Patrika

কেরানীগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে 

কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে 

ঢাকার কেরানীগঞ্জে চিপসের প্যাকেট তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং এর কাজ চলছে। তদন্ত শেষে আগুনের কারণ বলা যাবে। 

এর আগে, আজ সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর পলাশপুর এলাকায় ধলেশ্বরী ১ নম্বর সেতুসংলগ্ন আমিন করপোরেশন নামের কারখানাটিতে আগুন লাগে। কারখানাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে চিপসের প্যাকেট তৈরি করা হয়। সন্ধ্যায় কারখানাটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। 

 এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত