Ajker Patrika

আশুলিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৬: ৫০
আশুলিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২ 

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্তকে নিজের ঘরে ধর্ষণ করার সুযোগ দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন সেই সহযোগী। আজ শুক্রবার সকালে তাঁদের আশুলিয়া থানার পুলিশ আদালতে পাঠায়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার চেরাগ আলী ব্যাপারীপাড়ার খবির হোসেনের ছেলে আল মামুন (২৪) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলী মোল্লা (২২)। মামুন আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের রশিদ মার্কেট এলাকার আইয়ুব আলির বাড়ির কেয়ারটেকার এবং তাঁর একটি মোবাইল মেরামতের দোকান ছিল। আর মো. আলী শিমুলতলা এলাকায় আব্দুল মজিতের বাড়িতে ভাড়া থাকতেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আল মামুনের মোবাইল মেরামতের দোকানে মোবাইল ঠিক করতে এসেই অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আল মামুন ভুক্তভোগীকে কৌশলে ডেকে নিয়ে যান শিমুলতলা এলাকার মো. আলী মোল্লার ভাড়া বাসায়। সেখানে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করেন আল মামুন। এ সময় মো. আলী ধর্ষণের সহযোগিতা করেন এবং রুমের দরজা আটকে বাইরে থেকে পাহারা দেন। পরে ভুক্তভোগী গৃহবধূ সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের আটক করে। এরপর রাতে মামলাটি নথিভুক্ত হয়। মামলা নম্বর-৫৮। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। রাতেই মামলা রুজু করা হয়। আজ শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত