Ajker Patrika

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষই বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী।

হামলা আহতদের মধ্যে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০) ও কাউসার মিয়া (২৬) নাম জানা গেছে। তাঁদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সকাল থেকে পুরস্কার বিতরণের মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুরে মঞ্চে ব্যানার টানানো হলে সেখানে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম ছিল না। এর জেরে তাঁর অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলে।

খবর পেয়ে একই ইউনিয়ন বিএনপি নেতা মাসুম শিকারির লোকজন সেখানে হাজির হলে আমির হোসেনের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত