টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌর শহরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তিনি পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হাসান তাঁকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বেড়াডোমার আব্দুল বাছেদ মিয়ার একটি গরু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। তিনি গরুটি বাড়ির অদূরেই ফেলে রেখেছিলেন। আজ ভোরে তিন ব্যক্তি গরুটির চামড়া ও মাংস কেটে নিয়ে যান। এ সময় স্থানীয় দুই যুবক তা ভিডিও করে রেখেছিলেন।
ওই ব্যক্তিরা মরা গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করতে পারেন, এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ধারণকারী দুই যুবক শাহজাদা ও জহিরুল ইসলাম বিভিন্ন বাজারে গিয়ে ওই ব্যক্তিদের খুঁজতে শুরু করেন। ঘুরতে ঘুরতে তাঁরা ওয়ালটন মোড় বাজারে গিয়ে তাঁদের মাংস বিক্রি করতে দেখে প্রশাসনে খবর দেন।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যান। এ সময় হাতেনাতে ধরা পড়েন আনোয়ার হোসেন। তিনি মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।’
অভিযানকালে জেলার ভেটেরিনারি চিকিৎসক মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইলের কসাই ইন্সপেক্টর সোহেল রানা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পৌর শহরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তিনি পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হাসান তাঁকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বেড়াডোমার আব্দুল বাছেদ মিয়ার একটি গরু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। তিনি গরুটি বাড়ির অদূরেই ফেলে রেখেছিলেন। আজ ভোরে তিন ব্যক্তি গরুটির চামড়া ও মাংস কেটে নিয়ে যান। এ সময় স্থানীয় দুই যুবক তা ভিডিও করে রেখেছিলেন।
ওই ব্যক্তিরা মরা গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করতে পারেন, এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ধারণকারী দুই যুবক শাহজাদা ও জহিরুল ইসলাম বিভিন্ন বাজারে গিয়ে ওই ব্যক্তিদের খুঁজতে শুরু করেন। ঘুরতে ঘুরতে তাঁরা ওয়ালটন মোড় বাজারে গিয়ে তাঁদের মাংস বিক্রি করতে দেখে প্রশাসনে খবর দেন।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যান। এ সময় হাতেনাতে ধরা পড়েন আনোয়ার হোসেন। তিনি মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।’
অভিযানকালে জেলার ভেটেরিনারি চিকিৎসক মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইলের কসাই ইন্সপেক্টর সোহেল রানা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস দমন আইনের মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শেখ সিব্বির আহমেদ চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার জেলার হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১০ মিনিট আগেরাস্তা বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঢাকা শহরের বড় সমস্যা হচ্ছে যানজট। একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা বন্ধ করে সরকারের কাছে
১৩ মিনিট আগেমাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩০) মারা গেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচরের পাঁচ্চরবাজার-সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশকে...
১৬ মিনিট আগেনাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, ‘আমার বড় ভাই পাঁচ বছর এমপি ছিল, সেই বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমারও সেই অবস্থা হতো। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণভবনে বাধ্য হয়ে ওই বক্তব্য দিয়েছিলাম।’
২০ মিনিট আগে