টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌর শহরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তিনি পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হাসান তাঁকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বেড়াডোমার আব্দুল বাছেদ মিয়ার একটি গরু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। তিনি গরুটি বাড়ির অদূরেই ফেলে রেখেছিলেন। আজ ভোরে তিন ব্যক্তি গরুটির চামড়া ও মাংস কেটে নিয়ে যান। এ সময় স্থানীয় দুই যুবক তা ভিডিও করে রেখেছিলেন।
ওই ব্যক্তিরা মরা গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করতে পারেন, এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ধারণকারী দুই যুবক শাহজাদা ও জহিরুল ইসলাম বিভিন্ন বাজারে গিয়ে ওই ব্যক্তিদের খুঁজতে শুরু করেন। ঘুরতে ঘুরতে তাঁরা ওয়ালটন মোড় বাজারে গিয়ে তাঁদের মাংস বিক্রি করতে দেখে প্রশাসনে খবর দেন।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যান। এ সময় হাতেনাতে ধরা পড়েন আনোয়ার হোসেন। তিনি মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।’
অভিযানকালে জেলার ভেটেরিনারি চিকিৎসক মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইলের কসাই ইন্সপেক্টর সোহেল রানা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পৌর শহরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তিনি পৌর শহরের ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হাসান তাঁকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বেড়াডোমার আব্দুল বাছেদ মিয়ার একটি গরু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। তিনি গরুটি বাড়ির অদূরেই ফেলে রেখেছিলেন। আজ ভোরে তিন ব্যক্তি গরুটির চামড়া ও মাংস কেটে নিয়ে যান। এ সময় স্থানীয় দুই যুবক তা ভিডিও করে রেখেছিলেন।
ওই ব্যক্তিরা মরা গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করতে পারেন, এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ধারণকারী দুই যুবক শাহজাদা ও জহিরুল ইসলাম বিভিন্ন বাজারে গিয়ে ওই ব্যক্তিদের খুঁজতে শুরু করেন। ঘুরতে ঘুরতে তাঁরা ওয়ালটন মোড় বাজারে গিয়ে তাঁদের মাংস বিক্রি করতে দেখে প্রশাসনে খবর দেন।
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যান। এ সময় হাতেনাতে ধরা পড়েন আনোয়ার হোসেন। তিনি মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।’
অভিযানকালে জেলার ভেটেরিনারি চিকিৎসক মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইলের কসাই ইন্সপেক্টর সোহেল রানা উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে