Ajker Patrika

পাচারের উদ্দেশ্যে শিশু অপহরণ, গ্রেপ্তার ১ 

মানিকগঞ্জ প্রতিনিধি
পাচারের উদ্দেশ্যে শিশু অপহরণ, গ্রেপ্তার ১ 

মানিকগঞ্জে আসিফ নামে চার বছরের এক শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মারফত আলী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার উকিয়ারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর আগে তাঁর নামে থানায় অভিযোগ করা হয়। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিশুটির বাবা আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার নিয়ে থাকে। সেখানে পেশাগত কাজের জন্য মারফত আলীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে তাঁর। সেই সুবাদে প্রায় তিন মাস ধরে মারফত আলী তাঁদের ভাড়া বাসাতেই থাকতেন। গত ২৭ জানুয়ারি আক্কাস আলীর সঙ্গে তাঁর স্ত্রী খাদেজা বেগমের ঝগড়া হয়। ঝগড়া শেষে আক্কাস আলী কাজে চলে যান। রাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তাঁর স্ত্রী, চার বছরের ছেলে আসিফ ও এক বছরের মেয়ে বাড়িতে নেই। তারপর বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পায়নি। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে আক্কাস আলীকে জানায় মারফত আলী বেড়ানোর কথা বলে তাঁদের মানিকগঞ্জে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাঁর ছেলে আসিফকে কৌশলে মারফত আলী অপহরণ করে নিয়ে গেছে। 

আব্দুর রউফ আরও জানান, শুক্রবার সকালে ওই শিশুর বাবা আক্কাস আলী থানায় অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত