Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার পুড়িয়ে বিএনপি-জামায়াতের অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১: ৫৩
সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার পুড়িয়ে বিএনপি-জামায়াতের অবরোধ

দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা। 

আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন এবং সড়কের মাদানিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন, অন্যদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত