Ajker Patrika

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জের পৌর মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৫১
Thumbnail image

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াজিউল্লাহ্। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. শাকিরুল আলম ও মেছবা উদ্দীন শরীফ। 

এর আগে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে সাময়িক বরখাস্ত করা হয় শাহনেওয়াজ শাহানশাহকে। পরে গত ২১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন শাহনেওয়াজ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত