Ajker Patrika

বউভাত শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
বউভাত শেষে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০)। তাঁরা সম্পর্কে মামাতো শালা-দুলাভাই। 

নিহতদের আত্মীয় আব্দুল জলিল বলেন, মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শালা-দুলাভাই। উপজেলার হাতিয়াতে মাসুমের আপন বোনের বিয়ের দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান বলেন, ‘বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাঁরা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত