Ajker Patrika

আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নরসিংদীর পলাশে আসামি গ্রেপ্তার করতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোনার বারহাট্টা থানা এলাকার মৃত মো. শহীদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘শুক্রবার ভোরে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করছিলেন কনস্টেবল তৌফিকুল ইসলাম। ভোর রাত ৪টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ পুলিশের একটি দল গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে যায়। এ সময় হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তাঁকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের জানাজা নামাজ শেষে ও নরসিংদী জেলা পুলিশ লাইনসে পৌনে ২টার দিকে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তৌফিকুল ইসলামের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত