Ajker Patrika

মামার দোকানের প্রায় ১ হাজার প্যাকেট সিগারেট চুরি, ভাগনেসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মামার দোকানের প্রায় ১ হাজার প্যাকেট সিগারেট চুরি, ভাগনেসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় মামার দোকানের মালামাল চুরি করার অভিযোগে ভাগনেসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ভাগনে মোহাম্মদ আলমগীর (৩৩) ও তাঁর সহযোগী মো. আবু জাফর (৩৫)। 

আজ শনিবার দুপুরে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয় এবং চুরি করা মালামাল 
জব্দ করা হয়। 

পুলিশ বলছে, ভুক্তভোগী দোকানি বাদশা মিয়া আসামি আলমগীরের আপন মামা। আলমগীর দীর্ঘদিন ধরে তাঁর কাজ করত। 

১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মালব্রো সিগারেট জব্দ করা হয়। ছবি: সংগৃহীত মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আলমগীর ৮ বছর ধরে তাঁর মামা বাদশা মিয়ার দোকানে চাকরি করেন। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন এবং ৪৮০ প্যাকেট মালব্রো সিগারেট চুরি হয়ে গেছে। এই সময় আলমগীরও দোকানে নেই। এরপর কয়েকবার ফোন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নিশ্চিত হন সিগারেট চুরি করে আলমগীর পালিয়েছেন। পরে তিনি এ ব্যাপারে মামলা দায়ের করেন। 

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। আবু জাফর আলমগীরের কাছ থেকে এসব চোরাই সিগারেট কিনে নেন। পরে তাঁর কাছ থেকে ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মালব্রো সিগারেট জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত