Ajker Patrika

সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২২: ৪২
Thumbnail image

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মানিকপুর এলাকায় অন্তু আক্তারের বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। 

আফরোজা আক্তার কুড়িগ্রামের নন্দ দুলাল গ্রামের মো. আউয়ালের বড় মেয়ে। আউয়াল মুন্সিগঞ্জে অটোরিকশা চালান। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন তলা ভবনের নিচ তলায় থাকেন আউয়াল। সন্ধ্যা ৬টার দিকে বিকট শব্দে হলে আশপাশের লোকজন এগিয়ে কিশোরী আফরোজা আক্তারকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আউয়াল বলেন, ‘আমি যাত্রী নিয়ে মুক্তারপুর যাচ্ছিলাম। এমন সময় এ দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সেপটিক ট্যাংক বিস্ফোরণে আমার মেয়ে মারা গেছে। পাশে পাকের ঘরে থাকায় আমার স্ত্রী ও ছোট মেয়ে বেঁচে গেছে।’ 

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, মানিকপুর ভাড়া বাড়িতে কিশোরী আফরোজা আক্তার টিভি দেখছিল। এ সময় সেপটিক ট্যাংক বিস্ফোরণে সে নিহত হয়। রুমের বাইরে থাকায় তার ছোট বোন বেঁচে যায়। কিশোরীর মা রুমি বেগম পাকঘরে রান্না করছিলেন। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত