Ajker Patrika

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক

অনলাইন ডেস্ক
রাজধানীর ডেইলি স্টার ভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর ডেইলি স্টার ভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবি: আজকের পত্রিকা

অভিবাসন খাতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুমসহ ১৬ সাংবাদিক পেলেন ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। ‘লোভের জাল গ্রামে গ্রামে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সংবাদপত্র (জাতীয়) বিভাগে মাসুম দ্বিতীয় পুরস্কার পান।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর ডেইলি স্টার ভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিয়মিত, নিরাপদ এবং সম্মানজনক অভিবাসনে বিশ্বাসী। আমরা যে ধরনের কাজে কর্মী খুঁজছি, সে ধরনের কাজে দক্ষ হলে আরও বেশি সংখ্যায় বাংলাদেশিরা ইউরোপে শ্রম অভিবাসন করতে পারবেন।’

অনুষ্ঠানের মূল বক্তা দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, অভিবাসীরা প্রতিবছর দেশে ২২-২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন। সরকারের উচিত এ খাতে বিনিয়োগে জোর দেওয়া এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা। এ ক্ষেত্রে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আয়োজনের সভাপতি ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, প্রবাসীদের অভিযোগ, কেউ তাঁদের সমস্যার কথা শোনেন না। এ কারণে তাঁরা নিজেদের প্রাপ্য সুবিধাগুলো থেকে বঞ্চিত হন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় নবমবারের মতো এ পুরস্কার দেওয়া হয়। এ বছর সংবাদপত্র (জাতীয়) বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক কামরুন নাহার ও মাসুমবিল্লাহ, দ্বিতীয় আজকের পত্রিকার সাইফুল মাসুম এবং তৃতীয় হয়েছেন দৈনিক ইনকিলাবের হাসানুজ্জামান। সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং তৃতীয় সাপ্তাহিক চৌদ্দগ্রামের মো. শাহীন আলম।

টেলিভিশন নিউজ বিভাগে বাংলাভিশনের কেফায়েতউল্লাহ চৌধুরী শাকিল প্রথম, চ্যানেল ২৪-এর মো. রাশেদুজ্জামান দ্বিতীয় এবং আরটিভির মো. তানভীর হাসান তৃতীয় হয়েছেন। টেলিভিশন প্রোগ্রাম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. নাজমুল সাঈদ। রেডিও বিভাগে পুরস্কার জিতেছেন রেডিও তেহরানের মো. বাদশা মিয়া।

অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম হয়েছেন জাগো নিউজের মো. জাহাঙ্গীর আলম, দ্বিতীয় প্রথম আলোর অজয় কুন্ডু এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন খবরের কাগজের শাকিলা আক্তার ববি ও বাংলা ট্রিবিউনের সাদ্দিফ সোহরাব অভি। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদপত্র এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত