নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলাপবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সমাবেশ ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। তবু জননিরাপত্তার স্বার্থে শহরজুড়ে ২০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাপ্রধান হারুন-অর-রশীদ।
শনিবার রাজধানীর নাইটিঙ্গেল মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা শহরে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির লোকজন শান্তিপূর্ণভাবে সমাবেশে যেতে পারছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তায় প্রচুর পুলিশ কাজ করছে। ঢাকা শহরের প্রতিটি এলাকায় পুলিশ ঘোরাঘুরি করছে। কোথাও কোনো ঝামেলা নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে। বিএনপির যে মিছিল যাওয়ার কথা, সেটিও ভালোভাবে মাঠে গেছে। কোথাও কোনো ঝামেলা নাই। যানজট নাই।’
নয়াপল্টন সড়ক বন্ধ থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে। সমাবেশটি হচ্ছে গোলাপবাগ মাঠে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমাদের সামনে বাংলাদেশ ব্যাংকসহ অনেক স্থাপনা আছে তাই। তবে আপনারা যেতে পারবেন।’
গোলাপবাগ মাঠের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গোলাপবাগ তো আমরা অনুমতি দিয়ে রেখেছি। সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে।’
বিএনপির সমাবেশ অবৈধ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাজটি হচ্ছে তাদের সমাবেশটা সুন্দর করার জন্য যা যা নিরাপত্তা দেওয়া দরকার, শান্তিপূর্ণ করার জন্য সেটা আমরা করছি।’
জনসমাবেশের জন্য ২০ হাজারের বেশি পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু নিরাপত্তার জন্য। কোথাও যানজট-বিশৃঙ্খলা নাই।’
যানবাহনের সংখ্যা কম এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘শনিবার মানুষ চলাচল কম করে। বিএনপির পার্টি অফিসের সামনে যে ঘটনা ঘটছে, যে উত্তেজনা ছিল, তার মানে যাদের কাজ কাম নেই তারা বের হয় নাই।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
গোলাপবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সমাবেশ ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। তবু জননিরাপত্তার স্বার্থে শহরজুড়ে ২০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাপ্রধান হারুন-অর-রশীদ।
শনিবার রাজধানীর নাইটিঙ্গেল মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা শহরে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির লোকজন শান্তিপূর্ণভাবে সমাবেশে যেতে পারছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিরাপত্তায় প্রচুর পুলিশ কাজ করছে। ঢাকা শহরের প্রতিটি এলাকায় পুলিশ ঘোরাঘুরি করছে। কোথাও কোনো ঝামেলা নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করছে। বিএনপির যে মিছিল যাওয়ার কথা, সেটিও ভালোভাবে মাঠে গেছে। কোথাও কোনো ঝামেলা নাই। যানজট নাই।’
নয়াপল্টন সড়ক বন্ধ থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে। সমাবেশটি হচ্ছে গোলাপবাগ মাঠে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমাদের সামনে বাংলাদেশ ব্যাংকসহ অনেক স্থাপনা আছে তাই। তবে আপনারা যেতে পারবেন।’
গোলাপবাগ মাঠের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গোলাপবাগ তো আমরা অনুমতি দিয়ে রেখেছি। সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে।’
বিএনপির সমাবেশ অবৈধ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাজটি হচ্ছে তাদের সমাবেশটা সুন্দর করার জন্য যা যা নিরাপত্তা দেওয়া দরকার, শান্তিপূর্ণ করার জন্য সেটা আমরা করছি।’
জনসমাবেশের জন্য ২০ হাজারের বেশি পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু নিরাপত্তার জন্য। কোথাও যানজট-বিশৃঙ্খলা নাই।’
যানবাহনের সংখ্যা কম এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘শনিবার মানুষ চলাচল কম করে। বিএনপির পার্টি অফিসের সামনে যে ঘটনা ঘটছে, যে উত্তেজনা ছিল, তার মানে যাদের কাজ কাম নেই তারা বের হয় নাই।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
৪ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
২১ মিনিট আগে