Ajker Patrika

সড়কে কাভার্ড ভ্যান উল্টে যান চলাচল বিঘ্নিত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২: ৩২
সড়কে কাভার্ড ভ্যান উল্টে যান চলাচল বিঘ্নিত

রাজধানীর বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কে তীব্র যানজট দেখা দিয়েছিল। গাজীপুর-ঢাকা সড়কের কাওলা এলাকায় সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে কোমল পানীয় ভর্তি কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, টঙ্গী থেকে ঢাকায় যাওয়ার পথে কোমল পানীয় বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটি সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিমানবন্দর জোনের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) খাদেমুল ইসলাম টুকু আজকের পত্রিকাকে বলেন, কাভার্ড ভ্যানটি কাওলা এলাকার সড়কে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আমাদের সহযোগিতা করছে। গাড়ি থেকে মালামাল আনলোড করে পরে রেকার দিয়ে গাড়িটি সরানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত