নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবার স্বপ্নটা কুঁড়িতেই ঝরে যেতে বসেছিল। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে, তারপর মা হওয়া। অভাবের সংসারে দুবেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হতো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি একটা ব্যবসা দাঁড় করানো, এ যেন অসাধ্যসাধন। গল্পটা রাজধানীর ধলপুর বস্তির বাসিন্দা পাখি আক্তারের।
আজ বুধবার রাজধানীর হোটেল লেকশোর হাইটসে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশের মতবিনিময় সভায় নিজের স্বপ্নজয়ের গল্প শোনান তিনি। এই তরুণী জানান, সেলাই আর কাঠের গয়না তৈরির কাজ করে তিন বছরের সন্তান আর নিজের মায়ের দেখাশোনা করছেন তিনি। পাশাপাশি বস্তিতে বাল্যবিয়ে প্রতিরোধেও কাজ করছেন।
পাখির মতোই এমন অনেক কিশোরী ও তরুণীরা মতবিনিময় সভায় তাঁদের বাধা পেরোনোর গল্প ও কন্যাশিশুদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লতা মণ্ডল নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, অনেকেই ভাবেন মেয়েরা এটা পারবে না, ওটা করবে না। এভাবে ভাবা ঠিক নয়। মেয়েরা সবই পারে। মেয়েদের এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়ে বরং তাদের সাহায্য করা উচিত।
সভায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘কন্যাশিশুদের শিক্ষায় বিনিয়োগ হলো সেরা বিনিয়োগ। কারণ আজকের কন্যাশিশুই ভবিষ্যতের প্রজন্মের হাল ধরবে। একটি সমাজ, একটি দেশ এবং আগামীর সুন্দর পৃথিবী নিশ্চিত করতে শিক্ষার বিকল্প নেই। আমরা সুন্দর একটি পৃথিবী গড়ার পথেই ছিলাম। কিন্তু করোনাভাইরাসের সময় পৃথিবীজুড়ে যে ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই সময়ে বিশ্বজুড়ে এক দশমিক ছয় বিলিয়ন কন্যাশিশু স্কুল থেকে ঝরে পড়েছে। সুন্দর ভবিষ্যতের জন্য নারী শিক্ষার বিকল্প নেই।’
সভায় দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। এতে কিশোর-তরুণদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং বলেন, ‘শিক্ষার হার বাড়লেও বাংলাদেশে আমরা দেখছি বাল্যবিয়ের প্রকোপ কমছে না। এই জায়গায় আমাদের কাজ করার আছে। যথাযথ নেটওয়ার্কিং তৈরির মাধ্যমে জোরালো আওয়াজ তুলতে হবে। তবেই আমরা সাফল্যের পথে যেতে পারব।’
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, ‘মৌলিক অধিকারের জায়গায় যদি নারীরা পিছিয়ে থাকে তাহলে তারা কীভাবে সুন্দর ভবিষ্যৎ গড়বে। নারীর পূর্ণাঙ্গ ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ভবিষ্যৎ সম্ভব। বর্তমানে টেকনোলজির এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলেও নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন প্রয়োজন। প্রয়োজন শিক্ষার।’
এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘কন্যাশিশুর অধিকারের জন্য বিনিয়োগ: আমাদের নেতৃত্ব, আমাদের সমৃদ্ধি’। সভায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বেটসিয়া জোরিও বলেন, ‘বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড মহামারির সময়ে আমরা প্রচুর বাল্যবিয়ে দেখেছি, যা কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব ফেলেছে। আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় কৈশোরের সময়টুকু। এ সময় নানা মানসিক সমস্যা তৈরি হয়। এ কঠিন সময়টা আমি নিজেও পার করেছি। এই সময়ের কিশোরীদের সুন্দর ভবিষ্যতের জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য বাল্যবিয়ে বন্ধের বিকল্প নেই।’
মতবিনিময় সভায় কিশোর কিশোরী, উন্নয়ন সহযোগী ও অন্যান্য সামাজিক সংস্থার সদস্যরা কন্যাশিশুদের উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন। মেয়েদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি, লিঙ্গভিত্তিক সমতা, কন্যাশিশুদের শিক্ষার অধিকার, পুষ্টি, আইনি সহায়তা, চিকিৎসার সুবিধা ও নারীর প্রতি সহিংসতা প্রসঙ্গে আলোচনা করেন তারা।
পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবার স্বপ্নটা কুঁড়িতেই ঝরে যেতে বসেছিল। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে, তারপর মা হওয়া। অভাবের সংসারে দুবেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হতো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি একটা ব্যবসা দাঁড় করানো, এ যেন অসাধ্যসাধন। গল্পটা রাজধানীর ধলপুর বস্তির বাসিন্দা পাখি আক্তারের।
আজ বুধবার রাজধানীর হোটেল লেকশোর হাইটসে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশের মতবিনিময় সভায় নিজের স্বপ্নজয়ের গল্প শোনান তিনি। এই তরুণী জানান, সেলাই আর কাঠের গয়না তৈরির কাজ করে তিন বছরের সন্তান আর নিজের মায়ের দেখাশোনা করছেন তিনি। পাশাপাশি বস্তিতে বাল্যবিয়ে প্রতিরোধেও কাজ করছেন।
পাখির মতোই এমন অনেক কিশোরী ও তরুণীরা মতবিনিময় সভায় তাঁদের বাধা পেরোনোর গল্প ও কন্যাশিশুদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লতা মণ্ডল নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, অনেকেই ভাবেন মেয়েরা এটা পারবে না, ওটা করবে না। এভাবে ভাবা ঠিক নয়। মেয়েরা সবই পারে। মেয়েদের এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়ে বরং তাদের সাহায্য করা উচিত।
সভায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘কন্যাশিশুদের শিক্ষায় বিনিয়োগ হলো সেরা বিনিয়োগ। কারণ আজকের কন্যাশিশুই ভবিষ্যতের প্রজন্মের হাল ধরবে। একটি সমাজ, একটি দেশ এবং আগামীর সুন্দর পৃথিবী নিশ্চিত করতে শিক্ষার বিকল্প নেই। আমরা সুন্দর একটি পৃথিবী গড়ার পথেই ছিলাম। কিন্তু করোনাভাইরাসের সময় পৃথিবীজুড়ে যে ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই সময়ে বিশ্বজুড়ে এক দশমিক ছয় বিলিয়ন কন্যাশিশু স্কুল থেকে ঝরে পড়েছে। সুন্দর ভবিষ্যতের জন্য নারী শিক্ষার বিকল্প নেই।’
সভায় দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। এতে কিশোর-তরুণদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং বলেন, ‘শিক্ষার হার বাড়লেও বাংলাদেশে আমরা দেখছি বাল্যবিয়ের প্রকোপ কমছে না। এই জায়গায় আমাদের কাজ করার আছে। যথাযথ নেটওয়ার্কিং তৈরির মাধ্যমে জোরালো আওয়াজ তুলতে হবে। তবেই আমরা সাফল্যের পথে যেতে পারব।’
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, ‘মৌলিক অধিকারের জায়গায় যদি নারীরা পিছিয়ে থাকে তাহলে তারা কীভাবে সুন্দর ভবিষ্যৎ গড়বে। নারীর পূর্ণাঙ্গ ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ভবিষ্যৎ সম্ভব। বর্তমানে টেকনোলজির এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলেও নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন প্রয়োজন। প্রয়োজন শিক্ষার।’
এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘কন্যাশিশুর অধিকারের জন্য বিনিয়োগ: আমাদের নেতৃত্ব, আমাদের সমৃদ্ধি’। সভায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বেটসিয়া জোরিও বলেন, ‘বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড মহামারির সময়ে আমরা প্রচুর বাল্যবিয়ে দেখেছি, যা কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব ফেলেছে। আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় কৈশোরের সময়টুকু। এ সময় নানা মানসিক সমস্যা তৈরি হয়। এ কঠিন সময়টা আমি নিজেও পার করেছি। এই সময়ের কিশোরীদের সুন্দর ভবিষ্যতের জন্য, তাদের স্বপ্ন পূরণের জন্য বাল্যবিয়ে বন্ধের বিকল্প নেই।’
মতবিনিময় সভায় কিশোর কিশোরী, উন্নয়ন সহযোগী ও অন্যান্য সামাজিক সংস্থার সদস্যরা কন্যাশিশুদের উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন। মেয়েদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি, লিঙ্গভিত্তিক সমতা, কন্যাশিশুদের শিক্ষার অধিকার, পুষ্টি, আইনি সহায়তা, চিকিৎসার সুবিধা ও নারীর প্রতি সহিংসতা প্রসঙ্গে আলোচনা করেন তারা।
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে