সাভার (ঢাকা) প্রতিনিধি
মাদক সেবনের সময় বাগ্বিতণ্ডার জেরে সাভারে ১২ বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাব্বানী মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, মাদক সেবনের সময় ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়।
আজ রোববার আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। এর আগে সকালে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. জীবন (১২), সে গোপালগঞ্জ জেলার মো. মজিবর শেখের ছেলে। বর্তমানে পরিবারসহ সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় থাকত। আর গ্রেপ্তার মো. রাব্বানী মোল্লা (১৯) নওগাঁ জেলার মান্দা থানার ছুতিপুর গ্রামের মো. মিলন মোল্লার ছেলে।
নিহত জীবনের বাবা মো. মজিবর শেখ জানান, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে আশুলিয়া থানার কাঠগড়া পালোয়ানপাড়ায় বাসার নিচে খেলার উদ্দেশ্যে বের হয় জীবন। এরপর আর সে বাসায় ফেরেনি। পরদিন অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে মো. মজিবর শেখের মোবাইলে কল করে এক ব্যক্তি ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে ছেলেকে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি।
মজিবর শেখ বলেন, এ ঘটনায় পুলিশ রাব্বানীকে গ্রেপ্তার করলে তিনি জানান, গাঁজা খেতে বলার পর জীবন খেতে না চাইলে তিনি একাই গলা কেটে হত্যা করেছেন। একা কীভাবে হত্যা করা সম্ভব। তা ছাড়া এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে।
মজিবর শেখ আরও বলেন, ‘গত শুক্রবার সকালে অপরিচিত নম্বর থেকে একজন আমাকে কল দিয়ে ৩০ হাজার টাকা পাঠাতে বলে। এ ছাড়া আরও ৫০ লাখ টাকা পরে তাকে দিতে হবে বলে জানায়। লাশ উদ্ধারের পর বুঝতে পারি, অপহরণের দিনই ছেলেকে হত্যা করা হয়েছে।’
পুলিশ জানায়, ১২ বছরের কিশোর জীবন গত বৃহস্পতিবার বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে গত শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে মুক্তিপণের জন্য ৫০ লাখ টাকা চাঁদা দাবি করলে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়।
অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঘটনায় জড়িত রাব্বানীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে নিহতে কিশোরের মরদেহ উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। প্রাথমিকভাবে মাদককে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার রাব্বানী মোল্লা মুক্তিপণের আগেই জীবনকে খুন করেছেণ। মুক্তিপণের উদ্দেশ্য ছিল, তাঁকে যাতে কেউ সন্দেহ না করে। মূলত মাদক সেবনের সময় মাদকের ভাগ নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাকু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়।
মাদক সেবনের সময় বাগ্বিতণ্ডার জেরে সাভারে ১২ বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাব্বানী মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, মাদক সেবনের সময় ভাগ-বাঁটোয়ারা নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়।
আজ রোববার আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। এর আগে সকালে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. জীবন (১২), সে গোপালগঞ্জ জেলার মো. মজিবর শেখের ছেলে। বর্তমানে পরিবারসহ সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় থাকত। আর গ্রেপ্তার মো. রাব্বানী মোল্লা (১৯) নওগাঁ জেলার মান্দা থানার ছুতিপুর গ্রামের মো. মিলন মোল্লার ছেলে।
নিহত জীবনের বাবা মো. মজিবর শেখ জানান, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে আশুলিয়া থানার কাঠগড়া পালোয়ানপাড়ায় বাসার নিচে খেলার উদ্দেশ্যে বের হয় জীবন। এরপর আর সে বাসায় ফেরেনি। পরদিন অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে মো. মজিবর শেখের মোবাইলে কল করে এক ব্যক্তি ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে ছেলেকে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি।
মজিবর শেখ বলেন, এ ঘটনায় পুলিশ রাব্বানীকে গ্রেপ্তার করলে তিনি জানান, গাঁজা খেতে বলার পর জীবন খেতে না চাইলে তিনি একাই গলা কেটে হত্যা করেছেন। একা কীভাবে হত্যা করা সম্ভব। তা ছাড়া এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে।
মজিবর শেখ আরও বলেন, ‘গত শুক্রবার সকালে অপরিচিত নম্বর থেকে একজন আমাকে কল দিয়ে ৩০ হাজার টাকা পাঠাতে বলে। এ ছাড়া আরও ৫০ লাখ টাকা পরে তাকে দিতে হবে বলে জানায়। লাশ উদ্ধারের পর বুঝতে পারি, অপহরণের দিনই ছেলেকে হত্যা করা হয়েছে।’
পুলিশ জানায়, ১২ বছরের কিশোর জীবন গত বৃহস্পতিবার বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে গত শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে মুক্তিপণের জন্য ৫০ লাখ টাকা চাঁদা দাবি করলে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়।
অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঘটনায় জড়িত রাব্বানীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে নিহতে কিশোরের মরদেহ উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। প্রাথমিকভাবে মাদককে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার রাব্বানী মোল্লা মুক্তিপণের আগেই জীবনকে খুন করেছেণ। মুক্তিপণের উদ্দেশ্য ছিল, তাঁকে যাতে কেউ সন্দেহ না করে। মূলত মাদক সেবনের সময় মাদকের ভাগ নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাকু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়।
‘সমঝোতা, নাকি মরতে চান’—মোটাদাগে এই প্রস্তাবের আশঙ্কায় এখন দিন গোনেন রাজধানীর পল্লবীর আবাসন ব্যবসায়ীরা। ফোনে বা সরাসরি লোক পাঠিয়ে তাঁদের এই প্রস্তাব দিচ্ছে একদল সন্ত্রাসী। কেউ ভয় পেয়ে সমঝোতা করছেন, কেউ সাড়া না দিয়ে চুপ থাকছেন। তাঁদের বেশির ভাগ থানায় যাচ্ছেন না কিংবা মামলা করছেন না। গত পাঁচ মাসে বৃহত
৪ ঘণ্টা আগেকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় প্রতিদিন বাড়ছে জনসংখ্যা ও নগরায়ণের চাপ। বাড়ছে বর্জ্যের পরিমাণও। অথচ নগরীর বিভিন্ন এলাকায় এখনো ডাস্টবিনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে অনেক বাসিন্দা ও দোকানি ময়লা ফেলছে সড়কের পাশে, ড্রেনে বা খোলা জায়গায়। এতে পরিবেশদূষণের পাশাপাশি উৎকট দুর্গন্ধে
৪ ঘণ্টা আগেখুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা। ৭ জুলাই মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত ৬ হাজার ৮৯টি গাছের চারা বিক্রি হয়েছে মেলায়। এর মূল্য ৯ লাখ ২৯ হাজার ৬১৫ টাকা।
৪ ঘণ্টা আগেসার্ভার সমস্যার কারণে কার্যত অচল হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিসগুলো। জেলার ৪২টি ইউনিয়ন ভূমি উন্নয়ন কর অফিসে প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে খাজনা পরিশোধ ও মিউটেশন কার্যক্রম। এতে একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশীরা, অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
৪ ঘণ্টা আগে