Ajker Patrika

সাংবাদিককে মারধরকারী ছাত্রলীগ নেতাসহ ২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৭: ৩৮
Thumbnail image

দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি। 

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার পর তাঁদের জামিন দেওয়া হয়।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।

হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। প্রতিদিনই এ ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হচ্ছে। এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতাও করা হয়। তা সত্ত্বেও উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছামাত্রই////// আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করেন। 

তখন আসামি রুদ্র তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় গত শনিবার মামলা করেন।

সাব্বির আহমেদ সম্প্রতি তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জেরেই সাব্বির আহমেদের ওপর হামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত