নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।
আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
ঢাকা: মুসল্লিদের মারধর, হত্যা চেষ্টা ও মোবাইল চুরির মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে।
আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা আলমগীর শাহিন বাদী হয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন। তিনি আসামিদের বিরুদ্ধে মসজিদের ভেতরে মুসল্লিদের এলোপাথাড়ি মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, মোবাইল চুরি, হুমকি দেওয়া, ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে মামুনুল হক এই ঘটনার মদদদাতা। তাঁর নির্দেশেই বাদী ও তার সঙ্গী মুসল্লিদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীর মোবাইল ফোনসেট উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা যাচাই করার জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় মামুনুল হককে মোহাম্মদ এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে ২০২০ সালের মার্চে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়াও মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, লালবাগ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
৪ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
২১ মিনিট আগে