সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বাড়িতে ডাকাত ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে চিৎকার দেয় প্রতিবেশী। সাহায্যের জন্য দৌড়ে বের হয় পোশাক শ্রমিক মফিজুল। পরে ডাকাতদের সামনে পরলে তাঁকে গুলি করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে মফিজুল ইসলামকে (২৪) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে আমার বাড়ির পেছনে ডাকাতদের অবস্থান বুঝতে পারি। ডাকাতেরা বাড়ির জানালা খুলে ফেলার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরে ডাকাত বলে চিৎকার করি। চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হন। এ সময় গুলির শব্দ শুনি। পরে পরিস্থিতি বুঝে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
কামরুল হাসান শাকিল আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ডাকাতদের দেখে ফেলায় মফিজুলকে গুলি করেছে। আমরা ডাকাতদের দেখতে পারিনি, কত জন ছিল বুঝতে পারিনি।’
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘মফিজুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’
আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাভারের আশুলিয়ায় বাড়িতে ডাকাত ঢোকার চেষ্টা করছে বুঝতে পেরে চিৎকার দেয় প্রতিবেশী। সাহায্যের জন্য দৌড়ে বের হয় পোশাক শ্রমিক মফিজুল। পরে ডাকাতদের সামনে পরলে তাঁকে গুলি করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে মফিজুল ইসলামকে (২৪) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে আমার বাড়ির পেছনে ডাকাতদের অবস্থান বুঝতে পারি। ডাকাতেরা বাড়ির জানালা খুলে ফেলার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরে ডাকাত বলে চিৎকার করি। চিৎকার শুনে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হন। এ সময় গুলির শব্দ শুনি। পরে পরিস্থিতি বুঝে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করেছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
কামরুল হাসান শাকিল আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ডাকাতদের দেখে ফেলায় মফিজুলকে গুলি করেছে। আমরা ডাকাতদের দেখতে পারিনি, কত জন ছিল বুঝতে পারিনি।’
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘মফিজুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’
আশুলিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে