Ajker Patrika

ঢাকা মহানগর বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আনোয়ার ও রবিউল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১: ৩৭
ঢাকা মহানগর বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আনোয়ার ও রবিউল 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ারুজ্জামান আনোয়ার ও শেখ রবিউল আলম রবি। এর মধ্যে আনোয়ারুজ্জামান আনোয়ারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির এবং শেখ রবিউল আলম রবিকে দক্ষিণ বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের ওই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্তার হোসেন সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

একই বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত