Ajker Patrika

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮: ৩৪
কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ 

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড়  এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আজও হল থেকে বের হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার পরেও যোগ দেন শিক্ষার্থীরা। 

নাম প্রকাশ না করার শর্তে মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিছু বলতে সাহস পায়নি। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, স্যার এ এফ রহমান হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। 

শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘’১৮–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এদিকে একই সময়ে মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ বলে আওয়াজ দেয়। 

শাহবাগ মোড় অবরোধের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মনে করি প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে যাব। কোনো ধরণের বাধা আমরা মেনে নেব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত