ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড় এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আজও হল থেকে বের হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার পরেও যোগ দেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিছু বলতে সাহস পায়নি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, স্যার এ এফ রহমান হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘’১৮–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এদিকে একই সময়ে মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ বলে আওয়াজ দেয়।
শাহবাগ মোড় অবরোধের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মনে করি প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে যাব। কোনো ধরণের বাধা আমরা মেনে নেব না।’
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড় এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আজও হল থেকে বের হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার পরেও যোগ দেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিছু বলতে সাহস পায়নি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, স্যার এ এফ রহমান হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘’১৮–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এদিকে একই সময়ে মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ বলে আওয়াজ দেয়।
শাহবাগ মোড় অবরোধের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মনে করি প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে যাব। কোনো ধরণের বাধা আমরা মেনে নেব না।’
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
৫ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৯ মিনিট আগে