Ajker Patrika

এখনো নিখোঁজ ফায়ার সার্ভিসের ৩ কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২২, ১৯: ২৩
এখনো নিখোঁজ ফায়ার সার্ভিসের ৩ কর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে নয় জন ফায়ার সার্ভিসকর্মী। ফায়ার সার্ভিসের আরও তিন কর্মী নিখোঁজ রয়েছেন। 

আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

প্রথমে তিনি চারজন নিখোঁজের কথা জানান। পরে একটি বার্তায় টিম লিডার ইমরান হোসেন মজুমদারের মরদেহ শনাক্ত হয়েছে বলে জানান। 
 
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে নিখোঁজ ফায়ার ফাইটারেরা হলেন—মো. রবিউল ইসলাম (ফায়ার ফাইটার), ফরিদুরজ্জামান (ফায়ার ফাইটার), শফিউল ইসলাম (ফায়ার ফাইটার)। রবিউল ইসলামের বাড়ি নওগাঁ জেলার মান্দা, ফরিদুজ্জামানের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। 

ঘটনার পরপর আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণে নিহত নয় ফায়ার সার্ভিস কর্মী হলেন—ফায়ার ফাইটার মো. রানা মিয়া, নার্সি অ্যাচেনডেন্ট মানিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, রমজানুল ইসলাম, সাউদ্দিন কাদের চৌধুরী, সাকিল তরফদার, লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান এবং সর্বশেষ শনাক্ত হওয়া লিডার ইমরান হোসেন মজুমদার। 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এদিকে জানা গেছে, রবিউল ইসলামের বাবা ঢাকা এসেছেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের মর্গে পিঠে দাগ দেখে একটি মরদেহকে নিজের ছেলে বলে ধারণা করছেন। তবে মুখ ঝলসে যাওয়ার নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এই সম্পর্কিত সর্বশেষ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত