Ajker Patrika

রাজধানীতে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর তুরাগে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কামরুজ্জামান (৪১) নামের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। ডিএমপির তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রীজ এলাকায় আজ রোববার ভোর ৫টার দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কনস্টেবল মো. কামরুজ্জামান ডিএমপির তুরাগ থানায় কর্মরত ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবাথান এলাকার মো. ওসমাম গণি মোল্লা ওরফে লাল মিয়া ও মৃত কমলা বেগম দম্পতির ছেলে। কামরুজ্জামানের দুই ছেলে রয়েছে। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রত্যাশা ব্রিজ এলাকায় পরিদর্শক (অপারেশ) শেখ মফিজুল ইসলাম ও এসআই হাদিসুজ্জামানের সঙ্গে চেকপোস্ট ডিউটি করছিলেন। ভোর ৫টার দিকে টয়লেটে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি মুঠোফোনে তিনি কর্তব্যরত এএসআই মো. তোফায়েলকে জানান। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।’ 

ওসি মওদুদ আরও বলেন, ‘পরবর্তীতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাঁকে দেখতে যায়। সেই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত