সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হন।
আজ রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তাসংলগ্ন জামগড়া-বাগবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কাপ্তান নামের এক যুবক। তিনি জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। এ সময় আবু জাফর নামের এক ব্যক্তি মাথায় ইটের আঘাতে আহত হন।
স্থানীয়রা জানান, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হয়।
এ সময় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ও গুলির শব্দ শোনা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হন।
আজ রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তাসংলগ্ন জামগড়া-বাগবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কাপ্তান নামের এক যুবক। তিনি জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। এ সময় আবু জাফর নামের এক ব্যক্তি মাথায় ইটের আঘাতে আহত হন।
স্থানীয়রা জানান, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হয়।
এ সময় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ও গুলির শব্দ শোনা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
২ মিনিট আগেযশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকার শেষে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।
৫ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে কাথুলী ইউনিয়নের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে‘মেয়েটি বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই ঘটনায় তিনি মামলা করেছিলেন। আবারও তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই বাবাকে হত্যা করেছেন বলে মেয়েটি আমাদের জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে