গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের বিভিন্ন থানা থেকে ৫ আগস্টের পর লুট হওয়া তিনটি পিস্তল, পাঁচটি শটগানসহ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সেগুলো জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব অস্ত্র বুঝে নিয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনাসদস্যরা। অনেকে স্বেচ্ছায় কিছু অস্ত্র ও সরঞ্জাম সেনাবাহিনীকে দেন। ধারাবাহিক অভিযানে সেনাসদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জাম ১৫টি, পিস্তল বেল্ট ৫টিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।
বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কারও কাছে থাকলে, বা কেউ পেয়ে থাকলে সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে, কাউকে কিছু বলা হবে না, কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তাঁকে অপরাধী বলে গণ্য করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের বিভিন্ন থানা থেকে ৫ আগস্টের পর লুট হওয়া তিনটি পিস্তল, পাঁচটি শটগানসহ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সেগুলো জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব অস্ত্র বুঝে নিয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনাসদস্যরা। অনেকে স্বেচ্ছায় কিছু অস্ত্র ও সরঞ্জাম সেনাবাহিনীকে দেন। ধারাবাহিক অভিযানে সেনাসদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জাম ১৫টি, পিস্তল বেল্ট ৫টিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।
বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কারও কাছে থাকলে, বা কেউ পেয়ে থাকলে সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে, কাউকে কিছু বলা হবে না, কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তাঁকে অপরাধী বলে গণ্য করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে ৩ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে টঙ্গীর জামাই বাজার এলাকার ডায়মন্ড হাউজিং নামক বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ...
৯ মিনিট আগেসুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় মোংলা কোস্ট গার্ডের পৃথক তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা, শ্যামনগর ও মোংলার জয়মনিরঘোল এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়।
১১ মিনিট আগে