Ajker Patrika

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ছবি: সংগৃহীত
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে। সংস্থাটির উপপরিচালক মুস্তাফিজুর রহমান এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস এম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অন্যদের সঙ্গে যোগসাজশে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, পারভেজ তমাল বিদেশে চলে যেতে পারেন। তাঁর বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত