Ajker Patrika

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ছবি: সংগৃহীত
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে। সংস্থাটির উপপরিচালক মুস্তাফিজুর রহমান এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস এম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অন্যদের সঙ্গে যোগসাজশে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, পারভেজ তমাল বিদেশে চলে যেতে পারেন। তাঁর বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...