Ajker Patrika

ডেসটিনির এমডি রফিকুলের জামিন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫২
Thumbnail image

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন হয়নি। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাঁর আরও কিছুদিন কারাগারে থাকা উচিত। 
 
এর আগে ওই মামলায় জামিন চেয়ে রফিকুল আমীন হাইকোর্টে আবেদন করেন। এটি গত বছরের ২ মার্চ খারিজ হয়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামিন চেয়ে একই বছর আবেদন করেন তিনি। আজ শুনানি নিয়ে লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। 

এদিকে একই মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন পুনরুজ্জীবিত (রিস্টোরেশন) চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে মোহাম্মদ হোসেনের করা জামিন আবেদন গত বছর হাইকোর্ট খারিজ করে দিলে আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি। তবে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় গত ১২ জুন এই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। তাই আবেদনটি পুনরুজ্জীবিত চেয়ে আবেদন করেন মোহাম্মদ হোসেন। 

রফিকুল আমীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। 

আদেশের পর শাহীন আহমেদ বলেন, এখানে বিপুল পরিমাণ অর্থের অভিযোগ, যা পাবলিক মানি। রফিকুল আমীনের জামিনের বিষয়ে সহানুভূতিহীন উল্লেখ করে আপিল বিভাগ তাঁর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান তিনি। 

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

এক মামলায় ২০২২ সালে ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। এর মধ্যে রফিকুলকে ১২ বছর ও মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর মামলাটি এখনো বিচারাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত