Ajker Patrika

ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বন্ধে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিকারুননিসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন বন্ধে নোটিশ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক তিন্না খুরশিদ জাহানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আজ সোমবার এ নোটিশ পাঠান। 

শিক্ষাসচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান এবং স্কুলের অধ্যক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। 

অবিলম্বে তিন্না খুরশিদ জাহানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে নোটিশে। আর বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

এ ব্যাপারে হুমায়ন কবির পল্লব জানান, তিন্না খুরশীদ জাহান তাঁর ভাইয়ের মেয়ের অভিভাবক হিসেবে আদালত কর্তৃক মনোনীত হয়েছেন। ২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তিনি ফরম পূরণ করে জমা দেন। কিন্তু তাঁর নাম অন্তর্ভুক্ত না করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তিন্না খুরশীদ জাহান তাঁর নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করে সাড়া না পেয়ে এ নোটিশ পাঠান বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত