Ajker Patrika

বিজয় দিবসে পার্কগুলো শিশুদের জন্য ফ্রি করার আহ্বান ডিএনসিসি’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজয় দিবসে পার্কগুলো শিশুদের জন্য ফ্রি করার আহ্বান ডিএনসিসি’র

বিজয় দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার শিশুপার্কগুলো উন্মুক্ত রেখে বিনা টিকিটে শিশুদের প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সম্প্রতি ডিএনসিসি থেকে কয়েকটি বেসরকারি শিশুপার্কে পাঠানো চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। কর্মসূচির আলোকে শিশুপার্কগুলোতে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। 

এই চিঠি রাজধানীর যমুনা ফিউচার পার্ক, গ্রীণ ভিউ রিসোর্ট, দি হোমস গার্ডেন, ফ্যান্টাসি আইল্যান্ড, তামান্না শিশুপার্ক এবং ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসকে পাঠানো হয়েছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিশুপার্ক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। 

জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর বিশেষ দিবসগুলোতে ঢাকা উত্তর সিটি করপোরেশন শিশুদের জন্য নানা আয়োজন করে থাকে। এবারও সিটি করপোরেশনের মালিকানাধীন পার্কগুলো শিশুদের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া বেসরকারি পার্কগুলোতে চিঠি দেওয়া হয়েছে, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত