নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়। সন্ধ্যার পর রাজধানীর ১৮টি স্থানে সড়কের গাছ উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের সূত্র বলেছে, রাজধানী ছাড়াও সারা দেশে শত শত গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া রাজধানীতে একটি বাড়ি হেলে পড়েছে এবং একটি বাড়ির দেয়াল ধসে পড়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দিনভর রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক স্থানে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ছাড়া রাজধানীর সড়কে পানি জমার মতো পুরোনো সমস্যা তো আছেই।
সকাল থেকে রাজধানীর সড়কে যান চলাচল ছিল কম। সন্ধ্যায় বৃষ্টি বাড়লে তা একেবারেই কমে যায়। এরপর রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলে বিভিন্ন সড়কে পানি জমে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
এর আগে দুপুরের বৃষ্টিতেই পুরান ঢাকার বংশালে রাস্তায় হাঁটুপানি জমতে দেখা যায়। এরপর বিমানবন্দর সড়ক, মিরপুর, বসুন্ধরা, গুলশান, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়।
রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রাজধানীর হাতিরঝিল, মিরপুর, কারওয়ান বাজার, গণভবনের সামনে, খিলগাঁও, মোহাম্মদপুর, শ্যামপুর, নীলক্ষেতসহ ১৮টি স্থানে গাছ উপড়ে পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেন। গাছ পড়ে যাওয়ার কারণে রামপুরার উলনে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি গ্রিড বন্ধ করে দেওয়া হয়। রামপুরা থেকে বিকল্প উপায়ে লাইন চালু রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ঝড়ের কারণে কেরানীগঞ্জের শুভাড্ডায় একটি চারতলা বাড়ি হেলে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। বিডিআর ৫ নম্বর গেটের কাছে একটি বাড়ির দেয়াল ধসে চারজন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছার আগেই স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাতে ঝড় আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ফায়ারের কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়। সন্ধ্যার পর রাজধানীর ১৮টি স্থানে সড়কের গাছ উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের সূত্র বলেছে, রাজধানী ছাড়াও সারা দেশে শত শত গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া রাজধানীতে একটি বাড়ি হেলে পড়েছে এবং একটি বাড়ির দেয়াল ধসে পড়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দিনভর রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক স্থানে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ছাড়া রাজধানীর সড়কে পানি জমার মতো পুরোনো সমস্যা তো আছেই।
সকাল থেকে রাজধানীর সড়কে যান চলাচল ছিল কম। সন্ধ্যায় বৃষ্টি বাড়লে তা একেবারেই কমে যায়। এরপর রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলে বিভিন্ন সড়কে পানি জমে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
এর আগে দুপুরের বৃষ্টিতেই পুরান ঢাকার বংশালে রাস্তায় হাঁটুপানি জমতে দেখা যায়। এরপর বিমানবন্দর সড়ক, মিরপুর, বসুন্ধরা, গুলশান, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়।
রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রাজধানীর হাতিরঝিল, মিরপুর, কারওয়ান বাজার, গণভবনের সামনে, খিলগাঁও, মোহাম্মদপুর, শ্যামপুর, নীলক্ষেতসহ ১৮টি স্থানে গাছ উপড়ে পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেন। গাছ পড়ে যাওয়ার কারণে রামপুরার উলনে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের একটি গ্রিড বন্ধ করে দেওয়া হয়। রামপুরা থেকে বিকল্প উপায়ে লাইন চালু রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে ঝড়ের কারণে কেরানীগঞ্জের শুভাড্ডায় একটি চারতলা বাড়ি হেলে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। বিডিআর ৫ নম্বর গেটের কাছে একটি বাড়ির দেয়াল ধসে চারজন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছার আগেই স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাতে ঝড় আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ফায়ারের কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
১ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৭ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৭ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৮ ঘণ্টা আগে