Ajker Patrika

রাজধানীর ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর অভিযান, ৮১ গাড়ির বিরুদ্ধে মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৯: ৩৯
রাজধানীর ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর অভিযান, ৮১ গাড়ির বিরুদ্ধে মামলা

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় ৮১টি গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার মামলা, ৯টি মোটরসাইকেল জব্দ এবং ৫ জন বাইকারকে আটক করা হয়েছে।

খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কের চেকপোস্ট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও থানা-পুলিশ এই যৌথ অভিযান চালায়। 

রাজধানীর খিলক্ষেতে যৌথ বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীতআজ বৃহস্পতিবার বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৩০০ ফিটে অভিযান চালিয়ে দুই ঘণ্টায় ১ লাখ ৪১ হাজার টাকার মামলা দিয়েছি। এ সময় ৯টি গাড়ি জব্দ ও পাঁচজন বাইকারকে আটক করে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের আটক করা হয়েছে।’

রাজধানীর খিলক্ষেতে যৌথ বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীতআজ বৃহস্পতিবার সন্ধ্যায় খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী পাঁচজন বাইকারকে আটক ও ৯টি গাড়ি জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে কাগজপত্র ঠিক থাকায় দুজন বাইকারকে তারা ছেড়ে দেওয়ার জন্য বললে, তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজন বাইকার ও ৯টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত