নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২-এর একটি বাসা থেকে জয়দেব কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই রাসেল পারভেজ বলেন, ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন একটি খবরে ঘটনাস্থলে যাই। সেখানে দরজা ভেঙে খাটে শায়িত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পাই।
এসআই বলেন, মৃত ব্যক্তির নাম জয়দেব কুমার দাস। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন বলে জানতে পেরেছি। পাঁচ থেকে ছয় দিন আগে তিনি ঢাকায় এসে ওই বাসায় ওঠেন। পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন। আরও একজন হিন্দু চিকিৎসক ছিলেন। তিনি পূজার ছুটিতে বাড়ি গেছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধারের সময় তাঁর হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল এবং হাতে ক্যানোলা করা ছিল। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২-এর একটি বাসা থেকে জয়দেব কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই রাসেল পারভেজ বলেন, ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন একটি খবরে ঘটনাস্থলে যাই। সেখানে দরজা ভেঙে খাটে শায়িত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পাই।
এসআই বলেন, মৃত ব্যক্তির নাম জয়দেব কুমার দাস। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন বলে জানতে পেরেছি। পাঁচ থেকে ছয় দিন আগে তিনি ঢাকায় এসে ওই বাসায় ওঠেন। পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন। আরও একজন হিন্দু চিকিৎসক ছিলেন। তিনি পূজার ছুটিতে বাড়ি গেছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধারের সময় তাঁর হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল এবং হাতে ক্যানোলা করা ছিল। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
১৫ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
১৯ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
২৫ মিনিট আগে