Ajker Patrika

পরীমণি ইস্যুতে সিটি ব্যাংকের জিডি, চলছে মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৯: ৩৭
পরীমণি ইস্যুতে সিটি ব্যাংকের জিডি, চলছে মামলার প্রস্তুতি

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফীন চিত্রনায়িকা পরীমণিকে সাড়ে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন– কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে। গতকাল সোমবার সিটি ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান ব্যাংকের পক্ষে গুলশান থানায় এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে।

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পরীমণিকে গাড়ি দেওয়ার সংবাদের ব্যাপারে মাসরুর আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা। আমি একদমই চিন্তিত না। যারা সুনামহানি করছেন, তাঁদের ব্যাপারে আজকে জিডি হয়েছে। ভবিষ্যতে মামলাও হবে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, থানায় জিডি হয়েছে। আমরা জিডির বিষয়টি তদন্ত করে দেখছি।

গুলশান থানার জিডিতে গাজী এম শওকত হাসান বলেছেন, সিটি ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে দি সিটি ব্যাংক লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এসব তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থান্বেষী, প্রতারক ও চাঁদাবাজ বিভিন্নভাবে ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় এবং ব্যাংক হতে অবৈধ পন্থায় অর্থ লাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। ভবিষ্যতে করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত