Ajker Patrika

আজিমপুরে শিশু অপহরণ: র‍্যাবের কাছে ‘মোটিভ’ অস্পষ্ট, সন্দেহের তালিকায় বাবাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৮: ০২
Thumbnail image
অপহরণকারী সাবলেট ভাড়াটে শাপলা। ছবি: র‍্যাব

রাজধানীর আজিমপুরে বাসা থেকে অপহৃত শিশুটির মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা চেয়েছিল অপহরণকারী চক্র। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হওয়ায় মুক্তিপণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে গিয়ে ভুক্তভোগী পরিবারে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি। এতেও শেষ রক্ষা হয়নি। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব। সেই সঙ্গে চক্রের অন্যতম নারী সদস্যকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, আজিমপুর থেকে শিশুটিকে অপহরণ করে মোহাম্মদপুরের আদাবরে একটি ভাড়া বাসাতে রাখা হয়েছিল। সেখান থেকেই ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দু-একবার যোগাযোগ করা হয়। তবে শিশু অপহরণের মূল উদ্দেশ্য এখনো অস্পষ্ট বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র মুনীম ফেরদৌস।

আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

র‍্যাবের মুখপাত্র বলেন, দুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন। সেদিন রাতেই শিশুটিকে অপহরণ করতে চেয়েছিলেন শাপলা। সেই পরিকল্পনা মতে রাতে বাসায় থাকা তিনজনকে ঘুমের ওষুধ খাওয়ান। কিন্তু মধ্যরাতে ফারজানার এক আত্মীয় আসায় পরিকল্পনা ব্যর্থ হয়। পরের দিন সকালে সবাই যখন বাসা ছেড়ে চলে যান ঠিক তখন ফারজানার হাত–পা ও মুখ বেঁধে শিশুটি অপহরণ করেন। সঙ্গে নগদ টাকা ও চার ভরি স্বর্ণ নিয়ে যান।

র‍্যাবের এই কর্মকর্তা বলছেন, অপহরণের ঘটনায় শিশুটির বাবা আবু জাফরকেও নজরদারিতে রাখা হয়েছে। তিনি আনোয়ার খান মডার্নের ল্যাব সহকারী হিসেবে কর্মরত। কারণ, শিশুটির মায়ের সঙ্গে তার বাবার ছয় মাস ধরে সম্পর্ক ভালো চলছিল না।

র‍্যাবে মুখপাত্র মুনীম ফেরদৌস বলেন, চার সদস্যের এই অপহরণ চক্রের অন্যতম প্রধান এই নারী শাপলা। তাঁর বাড়ি বগুড়া জেলার ধুনট থানার মথুরাপুরে। তিনি ২০১৪ সাল পর্যন্ত লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করলেও শেষ করেননি। বর্তমানে তিনি মা–বোনের সঙ্গে আদাবর নবীনগর হাউজিংয়ে থাকেন। চক্রের অন্য তিন সদস্যকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত