Ajker Patrika

র‍্যাবের পোশাকে বিকাশ এজেন্টকে মাইক্রোবাসে তুলে ২৭ লাখ টাকা ছিনতাই

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের পোশাক পরে মাইক্রোবাসে এসে দুই বিকাশ এজেন্টকে তুলে নিয়ে ২৭ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরশ্বানী এলাকায় এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা বিকাশের পরিবেশক কুতুবউদ্দিন শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দুইজন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও মহাসিন ২৭ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে কুমিল্লার আসার পথে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় মাইক্রোবাসে আসা ৫ জন লোক প্রথমে মাইক্রবাসটির গতিরোধ করে। পরে র‍্যাব পরিচয় দিয়ে তাদেরকে মাক্রোবাসে তুলে নেয় এবং লুট শেষে কুমিল্লার চান্দিনা এলাকায় ফেলে দেয়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

চৌদ্দগ্রাম থানার ওসি আক্তার উজ জামান বলেন, ‘ছিনতাইয়ের বিষয়ে বিকাশের দুইজন লোক থানায় এসেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...