কুবি প্রতিনিধি
কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।
গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।
গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
রাজধানীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত।
৫ মিনিট আগেবগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগে