দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বারে এক অসহায় কৃষক পরিবারের ঘর গুঁড়িয়ে তাঁদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে গত দুই সপ্তাহ ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা বাদী হয়ে মারধর, ভাঙচুরের অভিযোগে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।
কৃষক মো. খলিলুর রহমান রাজামেহার ইউনিয়নের বড় সোনাকান্দা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার আসামিরাও একই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, আবদুল মতিন, মো. সাদেক, মো. বিল্লাল হোসেন, মো. গিয়াস, মো. অলিউল্লাহ, সাজেদা বেগম, বিল্লাল হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. খোরশেদ আলম এবং মো. পারভেজ। মামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার বসতভিটা উচ্ছেদ করে আসামিরা। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা বাধা দিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাই। পুলিশ আসার আগেই ভিটেমাটি থেকে ঘরবাড়ি গুঁড়িয়ে পাশের একটি খালে ফেলে চলে যায়।’
কৃষক খলিলুর রহমান আরও বলেন, ‘আসামিরা আমার পৈতৃক ভিটায় বাড়ি বানাতে ইট নিয়ে আসে। মারধরে আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। আমরা যাতে এ ভিটেবাড়ি ছেড়ে চলে যাই একের পর এক হুমকি ধামকি দিচ্ছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার পৈতৃক ভিটেমাটি ও মাথা গুজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অবস্থায় ঘুরছি।
মামলার বাদী সাদিয়া আফরিন আমেনা বলেন, ‘তাঁরা প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে পিটিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আতঙ্কে আছি। তারা আমার স্বামীর বাড়ি দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিবেশী নজরুলের বাড়িতে আছি। কিন্তু কোনো সমাধান পায়নি। আমি বাদী হয়ে থানায় দায়ের করেছি। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মারধর, ভাঙচুরের অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা ১০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লার দেবিদ্বারে এক অসহায় কৃষক পরিবারের ঘর গুঁড়িয়ে তাঁদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে গত দুই সপ্তাহ ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা বাদী হয়ে মারধর, ভাঙচুরের অভিযোগে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।
কৃষক মো. খলিলুর রহমান রাজামেহার ইউনিয়নের বড় সোনাকান্দা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার আসামিরাও একই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, আবদুল মতিন, মো. সাদেক, মো. বিল্লাল হোসেন, মো. গিয়াস, মো. অলিউল্লাহ, সাজেদা বেগম, বিল্লাল হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. খোরশেদ আলম এবং মো. পারভেজ। মামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার বসতভিটা উচ্ছেদ করে আসামিরা। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা বাধা দিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাই। পুলিশ আসার আগেই ভিটেমাটি থেকে ঘরবাড়ি গুঁড়িয়ে পাশের একটি খালে ফেলে চলে যায়।’
কৃষক খলিলুর রহমান আরও বলেন, ‘আসামিরা আমার পৈতৃক ভিটায় বাড়ি বানাতে ইট নিয়ে আসে। মারধরে আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। আমরা যাতে এ ভিটেবাড়ি ছেড়ে চলে যাই একের পর এক হুমকি ধামকি দিচ্ছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার পৈতৃক ভিটেমাটি ও মাথা গুজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অবস্থায় ঘুরছি।
মামলার বাদী সাদিয়া আফরিন আমেনা বলেন, ‘তাঁরা প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে পিটিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আতঙ্কে আছি। তারা আমার স্বামীর বাড়ি দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিবেশী নজরুলের বাড়িতে আছি। কিন্তু কোনো সমাধান পায়নি। আমি বাদী হয়ে থানায় দায়ের করেছি। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মারধর, ভাঙচুরের অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা ১০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
২ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
১৫ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
২৪ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩১ মিনিট আগে