Ajker Patrika

‘টাকা চুরির সন্দেহ করায়’ সহকর্মীকে খুন করে ডোবায় ফেলেন নাহিদ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪: ১৮
‘টাকা চুরির সন্দেহ করায়’ সহকর্মীকে খুন করে ডোবায় ফেলেন নাহিদ

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের দুর্গাপুর নোয়াপাড়ার আক্তার হোসেনের গরুর ফার্মে কাজ করতেন মনজুরুল ইসলাম। নাহিদ ছিলেন তাঁর সহকর্মী। সম্প্রতি টাকা চুরির সন্দেহের মুখে পড়ে কথা-কাটাকাটির জের ধরে নাহিদ ঘুমন্ত মনজুরুলকে কুপিয়ে হত্যার পর তাঁর লাশ বস্তায় ভরে ডোবায় ফেলে দেন। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার নাহিদকে আটকের পর তাঁকে নিয়ে ওই ফার্মসংলগ্ন ডোবা থেকে রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান। 

নিহত মো. মনজুরুল ইসলাম (২৬) রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। হত্যার অভিযোগে আটক নাহিদের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ থানার উজিয়াল ডাক্তারপাড়া গ্রামে।

ওসি মারুফ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত মনজুরুলকে মাথায় কুপিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখেন মো. নাহিদ হোসেন (১৯)। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মোস্তাকিন মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ জানুয়ারি রাতের পর পরিবারের সদস্যরা মনজুরুলের সঙ্গে যোগাযোগ করে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শেষে গতকাল সোমবার বুড়িচং থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন তাঁর বাবা আলা উদ্দিন। পরে দেবপুর ফাঁড়ির পুলিশ আক্তার হোসেনের গরুর ফার্মের আরেক শ্রমিক মো. নাহিদ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। নাহিদ প্রথমে অস্বীকার করলেও পরে হত্যার কথা স্বীকার করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, নাহিদের দেখানো স্থান থেকে মনজুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নাহিদকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চার গুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

রাকসুর ৯ কেন্দ্রের ফল: লড়াই জমাতে পারছেন না এষা

রাকসুর ১০ কেন্দ্রের ফল: ছাত্রদলের জিএস প্রার্থীর ভরাডুবি

মেয়েদের সব হলেই সর্বোচ্চ ভোট জাহিদ, আম্মার, সালমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত