ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁর লাশ দাফন করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মানার এলাকায় কুমিল্লা-বাগরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইয়াসিন আহম্মেদ সজল (৩০)। তিনি উপজেলার সিদলাই গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে। সজল লেবাননে থাকতেন, বর্তমানে দেশে আছেন, পর্তুগালে যাওয়ার জন্য আবেদন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুক সরকারের বই প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় সজল একটি মোটরসাইকেলে পেছনে বসে ছিলেন। মানার এলাকায় তাঁদের মোটরসাইকেলের সামনে ইটবোঝাই একটি ট্রাক্টর দেখতে পেয়ে মোটরসাইকেল হার্ড ব্র্যাক ধরলে সজল পেছন থেকে ছিটকে গিয়ে ওই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান এবং তাঁর মাথায় রক্তক্ষরণ হয়।
সঙ্গে থাকা লোকজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই লাশ নিজ বাড়িতে আনা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের বাড়িতে আসে। আজ সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনায় মারা গেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কারও কোনো অভিযোগ নেই। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য একটি লিখিত আবেদন করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁর লাশ দাফন করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মানার এলাকায় কুমিল্লা-বাগরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইয়াসিন আহম্মেদ সজল (৩০)। তিনি উপজেলার সিদলাই গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে। সজল লেবাননে থাকতেন, বর্তমানে দেশে আছেন, পর্তুগালে যাওয়ার জন্য আবেদন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুক সরকারের বই প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় সজল একটি মোটরসাইকেলে পেছনে বসে ছিলেন। মানার এলাকায় তাঁদের মোটরসাইকেলের সামনে ইটবোঝাই একটি ট্রাক্টর দেখতে পেয়ে মোটরসাইকেল হার্ড ব্র্যাক ধরলে সজল পেছন থেকে ছিটকে গিয়ে ওই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান এবং তাঁর মাথায় রক্তক্ষরণ হয়।
সঙ্গে থাকা লোকজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই লাশ নিজ বাড়িতে আনা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের বাড়িতে আসে। আজ সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনায় মারা গেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কারও কোনো অভিযোগ নেই। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য একটি লিখিত আবেদন করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কলেজটিতে বর্তমানে ১০ জন শিক্ষক ও দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজটির পরিচিতি থাকলেও শিক্ষার্থী সংখ্যা মাত্র একজন। চলতি বছর এই একজন শিক্ষার্থী শুধু এক বিষয়ে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। ভেতর থেকে এখন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পানি ও বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। ফলে এই মুহূর্তে ওই এলাকা বিপজ্জনক।
১০ মিনিট আগেআজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তরের কথা রয়েছে। লাশ গ্রহণের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপজেলার গাজীপুর ইউন
১৩ মিনিট আগেক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ থাকায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩৩ মিনিট আগে