Ajker Patrika

জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা, জরিমানা গুনলেন কায়সার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ২৮ মে ২০২২, ১৩: ৫৮
জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা, জরিমানা গুনলেন কায়সার

জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী মিছিল বের করায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে কায়সারের সমর্থকেরা জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী মিছিল বের করেন। এটি কান্দিরপাড় থেকে রাজাগঞ্জ বাজারের দিকে চলে যায়।

নিজাম উদ্দিন কায়সারের নির্বাচনী প্রতীক ঘোড়া। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী জীবন্ত প্রতীক নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা করা যাবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের প্রার্থী প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করায় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।’

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। আমার সমর্থকেরা আমাকে না জানিয়ে ঘোড়া নিয়ে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ